‘জুমার পর ছোট ভাইয়ের সঙ্গে মারামারি’—মাইকিংয়ের পর ভুল স্বীকার কদ্দুস মিয়ার

 ‘জুমার পর ছোট ভাইয়ের সঙ্গে মারামারি’—মাইকিংয়ের পর ভুল স্বীকার কদ্দুস মিয়ার

গ্রামে মাইকিং করছেন আব্দুল কুদ্দুস মিয়া। ছবি : ভিডিও থেকে নেওয়া

এক বৃদ্ধ রিকশায় বসে মাইকিং করছেন। মাইক থেকে ঘোষণা আসে, তিনি তার ভাইয়ের সঙ্গে মারামারি করবেন। অর্থাৎ ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিতেই গ্রামে মাইকিং করেন ওই ব্যক্তি।

এমন ঘটনা ঘটেছে, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বৈরীহরিণমারী গ্রামে।

মৃত আব্দুল হোসেনের ছেলে আ. কদ্দুস মিয়া বৃহস্পতিবার সকালে রিকশায় করে গ্রামে মাইক হাতে এই ঘোষণা দেন।

মাইকে তাকে বলতে শোনা যায়, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর তিনি নিজের ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করবেন। তারা নিজেদের পানের বরজ এলাকায় সংঘর্ষের কথা জানিয়ে দেন।

তার এই মাইকিংয়ের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

মাইকে তিনি ঘোষণা দেন, ‘আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর ছোট ভাই হাবিজারের সঙ্গে নিজেদের পানের বরজ এলাকায় মারামারি করব।’

জানা গেছে, আব্দুল কুদ্দুস মিয়া ও তার ছোট ভাই হাবিজার মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি। শেষ পর্যন্ত ক্ষোভে তিনি নিজেই মাইকে মারামারির ঘোষণা দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টু কালের কণ্ঠকে বলেন, ‘আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে এনে তাদের দুই ভাইয়ের মধ্যে সমঝোতা করা হয়েছে। তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, মাইকিং করে এভাবে ঘোষণা দেওয়া তার উচিত হয়নি।’

নবীনতর পূর্বতন

Smartwatchs