জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, গণভোটের পরে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ইসলামী সমমনা আট দল।

আজ বুধবার বিকেল ৩টায় রংপুর কালেক্টরেট মাঠে এই সমাবেশ শুরু হবে। এই সমাবেশে বিভাগের ৫৮টি উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা আসবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

সমাবেশে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আট দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।