মেয়েসহ বাহারকে আটকের পর ছেড়ে দিল কলকাতা পুলিশ!


 পলাতক আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটক করেছে কলকাতা পুলিশ। গত শনিবার রাজারহাট থানা পুলিশ তাদের আটক করে। পরে মাহবুবুল আলম হানিফ এবং শেখ হাসিনার সহযোগিতায় একরাত পর তাদেরকে ছেড়ে দিয়েছে কলকাতা পুলিশ।  

এর আগে গত শনিবার পূর্নিমা রানী শীল লগ্নজিতা নামে এক তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বাহারের বিরুদ্ধে একটি পোস্ট দিলে পুলিশ তাদেরকে গ্রেফতার করেন। 

পোস্টে  তিনি অভিযোগ করেন, বাংলাদেশ সচিবালয় ঢাকা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছিল এবং ভারত সরকারের বিরুদ্ধে এই সেই ...র  যে কি না আওয়ামী লীগের খেয়ে পরে মোদির সরকারের বিরুদ্ধে রাস্তায় কাট মোল্লা নিয়ে মিছিল করে, সে কেন ভারতের মাটিতে? আর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় জীবন বাঁচতে যেতে চায় তখন ভিসা দরকার ছি!’ তিনি আরো লেখেন, ‘২০২১ সালে বাংলাদেশে দুর্গাপূজায় হামলার পেছনে বাংলাদেশি আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন বাহার যিনি পূজা মণ্ডপে কোরআন রেখেছিলেন। তখন সারা বাংলাদেশে পুজোর বারোটা বাজিয়েছিল । তিনি এখন তার মেয়েকে নিয়ে কলকাতার রাজারহাট নিউটাউনে লুকিয়ে আছেন...।’

নবীনতর পূর্বতন

Smartwatchs