রংপুরের মহিপুর সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ ভেসে উঠল তিস্তায়

 

                                                                                  নীরব রায় উৎস


রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর শিক্ষার্থী নীরব রায় উৎসের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে দ্বিতীয় তিস্তা সেতুর প্রায় আট কিলোমিটার দূরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কালমাটি গোবর্ধন এলাকায় মরদেহটি ভেসে ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নীরবসহ সাত বন্ধু ঘুরতে আসেন গঙ্গাচড়ার মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতু এলাকায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে নীরব রায় উৎস ও তার দুই বন্ধু তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। 

পরে দুই বন্ধু তীরে উঠলেও নিখোঁজ হন উৎস। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। আজ সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে মহিপুরে আনা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। 

নবীনতর পূর্বতন

Smartwatchs