মোঃ শরিফ বিল্লাহ.
প্রকাশক ও সম্পাদক
নীলফামারী জেলার চিলাহাটি রেল স্টেশন ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। আজ রবিবার (৩০ জুন) সকালে তিনি এ পরিদর্শন করেন।
সাম্প্রতিক ভারতের এনজিপি থেকে বাংলাদেশের উপর দিয়ে কলকাতায় একটি ভারতীয় ট্রেন চলাচল ও চিলাহাটি স্থলবন্দর পুরোপুরি চালুকরন ইমিগ্রেশন চালুকরন এর ব্যাপারে তিনি সীমান্ত এলাকা পরিদর্শন করতে আসেন ।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- অতি তাড়াতাড়ি চিলাহাটি স্থলবন্দরটি চালু হবে এবং মিতালী এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটিতে স্টপেজ হবে। এবং ভারতের এনজিপি থেকে বাংলাদেশের উপর দিয়ে কলকাতায় একটি ভারতীয় ট্রেন চলাচল করতে পারে। তারই পরিদর্শনে তিনি চিলাহাটি সীমান্ত এলাকা ও রেললাইন পরিদর্শন করতে এসেছেন।
এসময় উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি ও ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার সহ ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলী রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী ও বিভিন্ন সাংবাদিকবৃন্দ ।
এসময় ডোমার উপজেলা চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি ভারতীয় হাইকমিশনারকে ফুল দিয়ে বরণ করে নেন । এবং চিলাহাটী স্থলবন্দর অতিদ্রুত চালুকরন ও বাই রুটে গাড়ি চলাচলের জন্য রাস্তার ব্যাপারে কথা বলেন ।