মোঃ শরিফ বিল্লাহ
প্রকাশক ও সম্পাদক
নীলফামারী জেলার ডিমলায় বহুল আলোচিত ৮ বছরের কন্যা শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। আটককৃত মমিনুর রহমান ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী মুন্সিপাড়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে।
আটকের বিষয়ে রোববার (৯জুন) সকাল ১২টার দিকে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তীতে তারা জানান, রোববার সাড়ে এগারোটার দিকে সৈয়দপুর বিমান বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প এবং র্যাব-০৪, ব্যাটালিয়ন সদরের একটি অভিযানে মমিনুর রহমান (২৮ )কে আটক করা হয়। তার বিরুদ্ধে নীলফামারীর ডিমলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৯(১) মামলা রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত শুক্রবার (১৭ মে) দুপুর ১১ টার দিকে ওই শিশু(৮) মমিনুর রহমানের বাড়ির পার্শ্বে খেলাধুলা করছিল। ওই সময় বাড়িতে কেউ না থাকায় আসামী শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ফলে শিশুটির যৌনাঙ্গ ফেটে গুরুতর রক্তাক্ত জখম হলে শিশুটির কান্না ও চিৎকারে বাদী সহ আরো লোকজন এসে ঘটনাস্থল হতে শিশুকে উদ্ধার করেন এবং আসামী তাকে ধর্ষণ করেছে বলে শিশুটি জানান। বাদী উপস্থিত লোকজনের সহায়তায় শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং সেখানে অবস্থার আরো অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক হাসপাতালে পাঠানো হয় ।
ভিকটিম দীর্ঘদিন হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিল। অপরাধ সংঘটিত হওয়ার পর থেকে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য সংগ্রহ এবং আসামীকে গ্রেফতারের ব্যাপারে কাজ করতে শুরু করে৷ এরই ফলশ্রুতিতে অদ্য অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এবং আইনগত প্রক্রিয়ার জন্য আসামীকে ডিমলা থানায় হস্তান্তর করা হয় ।