মোঃ শরিফ বিল্লাহ
প্রকাশক ও সম্পাদক
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’–এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ই জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি। এতে সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ ফেরদৌসি বেগম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিসেবা সপ্তাহে স্মার্ট ভূমি উন্নয়ন কর, স্মার্ট নামজারি, স্মার্ট খতিয়ান (পর্চা), স্মার্ট জমির ম্যাপ, ভূমি বিষয়ক পরামর্শ প্রদান ও ভূমি সংক্রান্ত অভিযোগ প্রদানের সুযোগের ব্যাপারে অবহিত করা হয়। এছাড়া ভূমিসেবা সপ্তাহের মাধ্যমে সাধারণ নাগরিকদের বিষদ আলোচনা করেছেন বক্তারা।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, শনিবার থেকে শুরু হয়ে আগামী ১৪ই জুন অব্ধি ডোমার উপজেলায় অনুষ্ঠিত হবে ভূমিসেবা সপ্তাহ। উপজেলা ভূমি অফিসের সেবা বুথে এসে সাধারণ নাগরিকরা স্বাচ্ছন্দ্যে সেবা নিতে পারবেন। স্মার্ট ভূমিসেবার লক্ষ্যে অনলাইন ওয়েবসাইট ও ফ্রি হটলাইন ‘১৬১২২’ এর সুবিধা চালু করেছে ভূমি মন্ত্রণালয়। যার মাধ্যমে সহজেই ঘরে বসে ভূমি বিষয়ক বিভিন্ন তথ্য নিতে পারবেন সেবা গ্রহীতারা।
পরে, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ভূমিসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।