বাইক চুরি করতে গিয়ে ধরা খেলেন পুলিশ সদস্য, গণধোলাই দিয়ে কারাগারে প্রেরণ

 

আইনশৃঙ্খলা রক্ষায় যার থাকার কথা ছিল অগ্রভাগে, তিনিই জড়ালেন চুরির মতো অপরাধে। রংপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন সাময়িক বরখাস্তকৃত এক পুলিশ কনস্টেবল। সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয় জনতা তাকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

গ্রেফতারকৃত ওই পুলিশ সদস্যের নাম মো. মনিরুজ্জামান (৪১)। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর থানার পালি এলাকার বাসিন্দা এবং বর্তমানে সাময়িক বরখাস্ত হয়ে রংপুর জেলা পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪ নভেম্বর (রোববার) রাত সোয়া ১০টার দিকে নগরীর খলিফাপাড়া বনানী জামে মসজিদ সংলগ্ন ভাই-বোন স্টোরের সামনে নিজের কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলটি রেখে দোকানে ঢোকেন ভুক্তভোগী রেদওয়ান আহমেদ মিম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার শখের বাইকটি উধাও।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সেই ফুটেজ দেখে স্থানীয়রা চোরকে শনাক্ত করেন। এরপর গতকাল (২৫ নভেম্বর) রাতে ভুক্তভোগী ও তার বন্ধুদের তৎপরতায় নজিরেরহাট এলাকা থেকে মোটরসাইকেলসহ মনিরুজ্জামানকে আটক করা হয়। পরে তাকে খলিফাপাড়া এলাকায় নিয়ে আসা হলে উত্তেজিত জনতা তাকে এলোপাতাড়ি মারধর করে।

খবর পেয়ে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় অভিযুক্ত মনিরুজ্জামানকে উদ্ধার করে এবং চোরাই মোটরসাইকেলটি জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামান স্বীকার করেন, ‘কৃষ্ণ’ নামের এক সহযোগীকে সঙ্গে নিয়ে তিনি এই চুরির ঘটনা ঘটিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম রফিক জানান, অভিযুক্ত মনিরুজ্জামান পুলিশ বাহিনীতে থেকেও চুরির দায়ে অভিযুক্ত। তাকে গ্রেফতার দেখিয়ে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়েছে। তার পলাতক সহযোগীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নবীনতর পূর্বতন

Smartwatchs