
মাদক ও সম্ভাব্য হ্যারাজারদের সঙ্গে জিরো টলারেন্স বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। মঙ্গলবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে ফাতিমা তাসনিম জুমা লেখেন, ‘যারা মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী এবং ভবঘুরের বেশে থাকা হ্যারাজারদের পক্ষ নিয়ে সুশীলতা করে তাদের সাথে সুর মিলাইয়েন না। অন্তত বোনেরা। যারা এসব সুশীলতা করে তাদের রাতে রিকশায় বা একা ক্যাম্পাসে হেঁটে হলে ফেরা লাগে না হয়তো। কিন্তু আমার আপনার লাগে। আমরা ভুলে গাঞ্জাখুর রিকশাওয়ালার রিকশায় উঠে পড়ে কোথাও মরে পড়ে থাকলে বা কোনো ভবঘুরে আপনাকে হ্যারাজ করলে ওরাই আবার সুশীলতা করতে আসবে যে ডাকসু কী করে।’
তিনি লেখেন, ‘সর্বসহ আমরা সবাই কাজ করছি, শিখছি। আমাদের এবং ওর কাজের গঠনমূলক সমালোচনা করবেন, কাজের ধরণে ভুল থাকলে শুধরে দিবেন। কিন্তু ওর এই ডেডিকেশনকে ভুলভাবে ফ্রেম করে ওকে ট্রায়ালে ফেলবেন না। আমাদের পাঁচ মেয়ে হলের জন্য কী পরিমাণ স্বস্তি ওর এই কাজ তা কেবল আমরা জানি। মাদক ও সম্ভাব্য হ্যারাজারদের সাথে জিরো টলারেন্স।’