বাউল নিয়ে এনসিপির অবস্থানে ক্ষুব্ধ—পদ ছাড়লেন আরেক নেতা

 

সাইফুল্যাহ সানী
সাইফুল্যাহ সানী  © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি ভোলা জেলার মুখ্য সংগঠক পদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনের নেতা সাইফুল্যাহ সানী। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজ ফেসবুকে এক লিখিত বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, প্রায় ছয় মাস ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও দলীয় কার্যক্রমের মধ্যে এমন কিছু কর্মকাণ্ড প্রকাশ্যে এসেছে, যা তার ব্যক্তিগত আদর্শ ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে মুশরিক বাউল শিল্পীকে সমর্থন ও আল্লাহ তাআলা ও তার রাসূল (সা.) এর শানে বেয়াদবিমূলক বক্তব্যকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

সাইফুল্যাহ সানী বলেন, ‘আমার কাছে আমার ইসলাম, আমার বিশ্বাস এবং আমার ধর্মীয় মূল্যবোধ সকল রাজনৈতিক আদর্শ ও পার্থিব অবস্থানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি আরও উল্লেখ করেন, যেমন বাংলাদেশের রাজনীতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি কোনো রাজনৈতিক দল মেনে নেয় না, তেমনি একজন মুসলিমের কাছে মহান আল্লাহ ও তার রাসূলের (সা.) মর্যাদা সর্বোচ্চ এবং সেই মর্যাদায় আঘাত তিনি কোনোভাবেই মেনে নিতে পারেন না।

ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এ অবস্থান নিরসন সম্ভব নয় বলে জানিয়ে সাইফুল্যাহ সানী জাতীয় যুবশক্তির সকল কার্যক্রম থেকে অবিলম্বে পদত্যাগের ঘোষণা দেন।

বিবৃতির শেষে তিনি নিজেকে ‘সাইফুল্যাহ সানী, সাবেক মুখ্য সংগঠক, জাতীয় যুবশক্তি ভোলা জেলা’ হিসেবে পরিচয় দেন।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতি ও রাজনৈতিক আদর্শবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগে ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার প্রচারসচিব ফাইয়াজ ইফতিকে সাময়িক বহিষ্কার করা হয়। পরবর্তীতে ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপিকে বয়কটের আহ্বান জানান তিনি।

নবীনতর পূর্বতন

Smartwatchs