এই সরকারটা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই দেখবেন অনেকেই আর বাংলাদেশে নাই


Image description
 

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি মন্তব্য করেছেন যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকেই দেশ ছেড়ে চলে যাবেন, যাদের অধিকাংশই দ্বৈত নাগরিকত্বের অধিকারী অথবা বিদেশে স্থায়ীভাবে বসবাস করেন।

 

তিনি সেফ এক্সিট প্রসঙ্গে বলেন, অতীতে 'ওয়ান ইলেভেন'-এর সময় যেমন রাজনৈতিক নেতৃত্বকে সরিয়ে দেওয়ার অপকৌশল ভেস্তে গিয়েছিল এবং জড়িতরা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, এবারও তেমনটি হতে পারে। রুমিন ফারহানা উল্লেখ করেন যে, বর্তমান সরকারের প্রভাবশালী উপদেষ্টাদের অনেকেই দ্বৈত নাগরিকত্ব নিয়ে আছেন, এবং তারা আগস্টের পর তাদের নিজস্ব পেশা ও ক্ষেত্র থেকে এসে দ্রুতই পুরনো সেটেলড জীবনে ফিরে যাবেন।

এছাড়া যাদের দ্বৈত নাগরিকত্ব নেই, তাদেরও বেশিরভাগের ছেলেমেয়েরা বাইরে সেটেলড, তাই কোনো বিপদের আভাস পেলেই তারা শেষ জীবনে বিদেশে চলে যাবেন—এতে অবাক হওয়ার কিছু নেই। তবে তিনি কোন উপদেষ্টা কখন কী ধরনের অপকর্ম করেছেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।


নবীনতর পূর্বতন

Smartwatchs