চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর ) সকালে বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নের কাথারিয়া বাজার এলাকায় ঘটনার সূত্রপাত হয়। সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিএনপি নেতার পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে জামায়াত কর্মী মোহাম্মদ শাহেদকে (২৭) মারধর করে একই এলাকার যুবদল নেতা মুহাম্মদ মোরশেদ (৪২)। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটনাকে কেন্দ্র আবার বিএনপি-জামায়াতের মাঝে হট্টগোল শুরু হয়।
কাথারিয়া ইউনিয়নের জামায়াতের আমীর মাস্টার নুরুল কবির জানান, ফেসবুকে কমেন্ট করায় আমাদের এক কর্মীকে বিএনপির নেতার মারধর করেছে। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি দিয়েছি।বিকাল ৪টা আমাদের প্রতিবাদে মিছিল ছিলো সেখান বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে আমাদের উপর হামলা চালায়।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সকালে একটা বিষয়কে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।