"মাটির স্পর্শে নতুন জীবনের সূচনা করি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ আস্থার বীজ বপন করি" স্লোগানকে সামনে রেখে আমরা বিশ্বাস করি, একটি বৃক্ষ মানে একটি অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য এবং আমাদের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলতে অন্বেষণ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কতৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে ।
আজ শুক্রবার ( ০৩ অক্টোবর) চিলাহাটি সব্দিগঞ্জ ঈদগাহ ময়দানে এই কর্মসূচি পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অত্র ঈদগাহ ময়দানের সভাপতি আব্দুর রাজ্জাক।
অন্বেষণ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিফাত , সংগঠনের উপদেষ্টা ফরহাদ হোসেন। সংগঠনের সেক্রেটারি ইসা আলী । সহঃ সাংগঠনিক সম্পাদক রিপন ইসলাম। দপ্তর সম্পাদক নিয়াজ মোর্শেদ তুহাদ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকাবাসী।
সব্দিগঞ্জ ঈদগাহ ময়দানের সভাপতি আব্দুর রাজ্জাক অন্বেষণের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন এই মহতী উদ্যোগের কারণে ।
বৃক্ষরোপণ শেষে অন্বেষণ সংগঠনের সেক্রেটারি ইসা আলী জানান , অন্বেষণ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার পর থেকে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে । তারাই ধারাবাহিকতায় আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি ।
অন্বেষণ যুগের পর যুগ প্রকৃতি ও সমাজের সকল সমস্যায় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।
