২০০ জনের বেশি আফগান সেনা হত্যার দাবি পাকিস্তানের

 

সীমান্তে ব্যাপক সংঘর্ষের সময় আফগানিস্তানের দুই শতাধিকের বেশি তালেবান এবং অন্যান্য যোদ্ধা হত্যা দাবি করেছে পাকিস্তান। পাক সেনাবাহিনী আরো জানিয়েছে, সংঘর্ষে তালেবানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক সদস্য আহত হয়েছে।

রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তান সেনাবাহিনী জানায়, সীমান্ত জুড়ে তালেবান পোস্ট, ক্যাম্প, সদর দপ্তর এবং সন্ত্রাসীদের সহায়তা নেটওয়ার্কের অবকাঠামোগত ক্ষতি ব্যাপক করেছে পাকিস্তান।

২০টি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংসের দাবি আফগানিস্তানের

এদিকে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছে, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে তাদের দুটি প্রধান সীমান্তপথ (তোরখাম ও চামান) বন্ধ করে দিয়েছে। এ ছাড়াও অন্তত তিনটি ছোট সীমান্তপথ— খারলাচি, আঙ্গুর আড্ডা এবং গুলাম খানও বন্ধ করা হয়েছে ।

১৯ আফগান সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের

উল্লেখ্য,পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান।

এরপর শনিবার রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল, বারামচাসহ আরও কয়েকটি এলাকায় হামলা চালায় আফগান সেনাবাহিনী।

নবীনতর পূর্বতন

Smartwatchs