অপর এক প্রশ্নের জবাবে কর্নেল মহিউদ্দিন বলেন, মাদক নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তবে মাদকের স্থায়ী নির্মূলে সামাজিক প্রতিরোধের বিকল্প নেই। তিনি জানান, গত ১৫ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মাদক ও চোরাচালান প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ১৪৭টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ২৮ লাখ পিস ইয়াবা, ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩৬৫ লিটার বাংলা মদসহ বিভিন্ন মাদক উদ্ধার করেছে। এ সময় ১৮৮ জন আসামিকে আটক করা হয়। একই সময়ে চোরাচালান হয়ে আসা ২২৬টি বার্মিজ গরুসহ বিভিন্ন চোরাইপণ্য আটক করেছে বিজিবি।
পশ্চিমবঙ্গে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী : আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে ১৯ বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে বিএসএফ। জব্দ করা হয়েছে তাদের মাছ, মাছ ধরার জাল, ট্রলারসহ বেশ কিছু জিনিস।
১০-১২ দিন আগে তারা বাংলাদেশ থেকে সমুদ্রে মাছ ধরতে যায়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গত শুক্রবার রাতে পথ হারিয়ে বাংলাদেশি মৎস্যজীবীদের বহনকারী ওই ট্রলারটি ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। এ সময় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন খিরোদখালি এলাকা থেকে ট্রলারসহ ওই বাংলাদেশি নাগরিকদের আটক করা হয়। গত দুই দিন দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রবিবার তাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন কোস্টাল পুলিশ থানার হাতে তুলে দেয় বিএসএফ। আটক বাংলাদেশি মৎস্যজীবীরা বাংলাদেশের ভোলার বাসিন্দা বলে জানা গেছে।
মো. জাকির নামে এক মৎস্যজীবী জানান, আমরা মাছ ধরতে মাঝসমুদ্রে বেরিয়েছিলাম। সবাই একটা ট্রলারে ছিলাম। কিন্তু ভুল করে ভারতীয় সীমানায় ঢুকে পড়ি। মুহাম্মদ শাবির জানান, ‘আমরা সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিলাম, কিন্তু পথ হারিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ি। সেজন্য আমাদের আটক করা হয়েছে।