বিসিএস পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের ফ্রি বাস সার্ভিস

 

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে যাওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে ছাত্রশিবির। আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিতব্য বিসিএস পরীক্ষার্থীদের জন্য এই ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাকৃবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইউনুস বিন হোসাইন খান বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাসের চাহিদা অনেক বেশি থাকলেও প্রয়োজনের তুলনায় সংখ্যা সীমিত। তারপরও আমরা আমাদের সামর্থ্যের মধ্যে শিক্ষার্থীদের সুবিধার্থে এই পরিবহন ব্যবস্থা করেছি। আশা করি, এতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবেন।

সংগঠন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রশিবির নিজস্ব উদ্যোগে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে। পরীক্ষার্থীরা নির্ধারিত রুট অনুযায়ী বাসে করে যথাসময়ে কেন্দ্রগুলোতে যেতে পারবেন।

পরীক্ষার দিন ক্যাম্পাস থেকে মোট চারটি বাস তিনটি রুটে যাবে। প্রথমটি ক্যাম্পাস থেকে বাইপাস হয়ে ক্যান্টনমেন্ট, ক্যাম্পাস থেকে চরপাড়া এবং অন্যটি ক্যাম্পাস থেকে টাউনহল যাবে। পরীক্ষার দিন সকাল ৮টা ৫ মিনিটে বাসগুলো বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে যাত্রা শুরু করবে। নারী পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য প্রতিটি বাসের প্রথম চার সারি আসন সংরক্ষিত থাকবে।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাছির ত্বোহা বলেন, আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করি। শিক্ষার্থীরা যেন কোনো রকম ভোগান্তি ছাড়া পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, সেই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ। আমরা স্বতন্ত্রভাবে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। আমরা মনে করি, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাই তাদের পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের প্রতিটি ধাপে আমরা পাশে থাকতে চাই। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষায় ছাত্রশিবির সবসময় এগিয়ে থাকবে।

নবীনতর পূর্বতন

Smartwatchs