
বরিশালের আগৈলঝাড়ায় র্যাব পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় শ্রমিক দল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়ি গ্রামে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এদিকে শ্রমিক দল নেতা রাসেল মোল্লাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, আমবাড়ি এলাকা থেকে মঙ্গলবার রাতে র্যাব পরিচয়ে ভয় দেখিয়ে চাঁদা দাবি এবং নগদ টাকা ছিনিয়ে পালানোর সময় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের গায়ে র্যাবের কোটি পরা ছিল। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বিপুল ঢালী গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করেছেন।