পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ধর্ষণের মামলায় গ্রেপ্তার জামাল উদ্দীন (৩৬) জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন না বলে দাবি করেছে দলটির জেলা শাখা। বরং তার স্ত্রীর ভরণপোষণ না দেয়ার জেরে তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে বলে জানায় দলটি।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।
তিনি বলেন, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া গ্রামের বাসিন্দা জামাল উদ্দীনকে গত ২০ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী নারী এক বছর আগে স্থানীয় এক মৌলভীর মাধ্যমে জামালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং চলতি বছরের ১৪ জুন আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়।
তবে গত এক বছর ধরে স্ত্রীর ভরণপোষণ না দেয়ার অভিযোগে জামালের স্ত্রীর এক নানি ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামী বা এর কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে মাওলানা দেলোয়ার হোসেন অভিযোগ করেন, কয়েকটি অনলাইন পোর্টালে জামাল উদ্দীনকে জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে উল্লেখ করে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণরূপে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ‘জামাল উদ্দীন ২০২৪ সালের ৩ নভেম্বর অস্থায়ীভাবে সংগঠনের কর্মী হিসেবে অন্তর্ভুক্ত হন। কিন্তু তার চারিত্রিক অসঙ্গতির কারণে চলতি বছরের ২২ জুন তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বর্তমানে তার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই।’
তিনি আরও বলেন, ‘সংঘটিত ঘটনার প্রকৃত তথ্য যাচাই না করে জামায়াতে ইসলামীকে জড়িয়ে সংবাদ প্রকাশ করাটা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। আমরা প্রত্যাশা করি, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো প্রকাশিত মিথ্যা সংবাদ প্রত্যাহার করে সংশোধিত ও সঠিক তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ করবে।’
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক ওয়ালিউল্লাহ, জেলা প্রচার বিভাগীয় সেক্রেটারি শাহীদ আল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হাকিম, সেক্রেটারি হাবিবুর রহমান, পঞ্চগড় শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।