ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম জুমা জানিয়েছেন, তাকে বৌদ্ধ সম্প্রদায়ের এক লোক একটি চিঠি ও ১০ হাজার টাকা দিয়েছেন। তারপর যা ঘটেছে; সেটাও জানিয়েছেন তিনি।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন। তার পোস্টটি আমার দেশ পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘‘আজ একজন আংকেল তার ভাগ্নে কে নিয়ে ক্যাম্পাসে আসলেন, আমি শো শেষে জুনিয়রদের সাথে আলাপচারিতা করছিলাম এমন সময়। অনেক দোয়া করলেন। তারপর হাতে একটা খাম দিয়ে বললেন আমার জন্য একটা চিঠি লিখেছেন।
আমি পরে খাম খুলে দেখি একটা চিঠি ও ১০ হাজার টাকা। অনেক জোরাজোরির পর আংকেল টাকা ফেরত নিয়েছেন।
আমি আসলে জানিনা এই ভালোবাসার দায় মিটাবো কীভাবে! আমার সাহস যোগ্যতা সততা বাড়িয়ে দিও মাবুদ!
টুইস্ট: আংকেল এর নামের দিকে তাকান।’’