বিএনপি নেতাকে গ্রেপ্তারের দাবি জানানো সেই ফারিয়া চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার

 

ফারিয়া আক্তার তমা
ফারিয়া আক্তার তমা  

রাজধানীর উত্তরা থেকে ‘সমন্বয়ক’ পরিচয়ে বাসায় প্রবেশ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ফারিয়া আক্তার তমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অন্য দুইজন হলেন এ এইচ এম নোমান রেজা ও তানজিল হোসেন। গ্রেপ্তার ফারিয়া বিএনপি নেতা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছিলেন। ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে উত্তরা পশ্চিম থানার অভিযানে তাঁদের আটক করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে গিয়ে তিনজন নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দেন। সেখানে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর কাছে মামলা থেকে রেহাই দেওয়ার কথা বলে তাঁরা ১০ লাখ টাকা দাবি করেন। দেলোয়ার তাঁদের সাড়ে পাঁচ লাখ টাকা দেন। বাকি টাকা দিতে চাপ দিতে গিয়ে অভিযুক্তরা তাঁর পরিবারের সদস্যদের নানা হুমকি দেন। এ ঘটনায় দেলোয়ার উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

পরে পুলিশ বিমানবন্দর এলাকা থেকে নোমানকে প্রথমে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে ফারিয়া ও তানজিলকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় চার লাখ ৩০ হাজার টাকা।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার নোমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিমানবন্দর থানার সাবেক সদস্যসচিব ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উত্তরা এলাকায় বড় ব্যবসায়ীদের টার্গেট করে চাঁদাবাজি চালাতেন। মামলা থেকে অব্যাহতির প্রতিশ্রুতি, ভয়ভীতি দেখানো, এমনকি চাঁদার টাকা না পেলে মারধরের মতো ঘটনাও ঘটাতেন।

এ ছাড়া ভুক্তভোগীদের অভিযোগ, নোমান ও তাঁর সহযোগীরা সমন্বয়ক পরিচয়ে ভুয়া মামলার ভয় দেখিয়ে ২ লাখ থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিতেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি আব্দুর রহিম মোল্লাহ বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে চাঁদাবাজিসহ নানা অপকর্মের তথ্য মিলেছে। তদন্ত অব্যাহত রয়েছে।”

নবীনতর পূর্বতন

Smartwatchs