ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হলে যেসব নারী শিক্ষার্থী হলে সিট পাবেন না, তাদের জন্য আলাদা আবাসন ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ক্যাম্পাসে নির্বাচনী প্রচারণায় এসে এমন প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ জোটের পক্ষ থেকে প্রচারণা শুরু করেছি। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণই আমাদের উদ্দেশ্য। বিশ্ববিদ্যালয় শতবর্ষ পার করলেও কার্যকর এক্সিকিউটিভ প্ল্যান না থাকায় নানা সংকট রয়ে গেছে। আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও রোডম্যাপ তৈরি করে আবাসন সংকটসহ শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধান করব।’
সাদিক কায়েম বলেন, ‘খাবারের মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সাদিক কায়েম বলেন, হলের খাবারের মান বাড়ানো হবে। দাম নির্ধারণে স্বচ্ছতা আনা হবে এবং মিল ভাউচার সিস্টেম চালু করা হবে।’
প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে হল সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই ক্যাম্পাসে জমে উঠেছে প্রচারণা।