নিউইয়র্কে মির্জা ফখরুলকে সুরক্ষা দিয়ে প্রশংসায় ভাসছেন সাবেক শিবির নেতা

 

মির্জা ফখরুল ইসলাম ও সাবেক শিবির নেতা মারুফ রহমান
মির্জা ফখরুল ইসলাম ও সাবেক শিবির নেতা মারুফ রহমান  © 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউইয়র্কে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন। বিমানবন্দর ত্যাগের সময় স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের প্রতিবাদ এবং উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে তাকে নিরাপদে গাড়িতে তুলে দেন একজন প্রবাসী বাংলাদেশি যুবক। পরবর্তীতে সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন ওই যুবক, যার পরিচয় উঠে এসেছে সাবেক শিবির নেতা হিসেবে।

জানা গেছে, ঘটনার সময় মির্জা ফখরুল ছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাও সঙ্গে ছিলেন। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্চস্বরে স্লোগান ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মী মিজানকে নিউইয়র্ক পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

এ সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী সমর্থকদের বাধা উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে বিএনপি মহাসচিবকে নিরাপদে গাড়িতে তুলে দিচ্ছেন এক যুবক। পরে জানা যায়, ওই যুবক হলেন সিলেট মহানগরীর শাবিপ্রবি এলাকার বাসিন্দা মারুফ রহমান। তিনি দেশে থাকাকালে সিলেট মহানগর শিবিরের আওতাধীন বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা শাখার সভাপতি ছিলেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তাকে নিয়ে প্রশংসার বন্যা। যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ তার এক ফেসবুক পোস্টে লেখেন, ‘বিএনপির উচিত সাহসী মারুফ রহমানকে বীরোচিত সংবর্ধনা দেওয়া।’

তাকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, রাজনৈতিক মতাদর্শ যেমনই হোক, এমন পরিস্থিতিতে একজন নেতা বা সফরসঙ্গীর নিরাপত্তায় এগিয়ে আসা প্রশংসার দাবি রাখে।

প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের পাঁচজন রাজনৈতিক উপদেষ্টার সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে গেছেন মির্জা ফখরুল, জামায়াতের সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির আখতার হোসেন, তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

সফরের শুরুতেই নিউইয়র্কে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রবাসী আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে। তবে কোনো বড় ধরনের সংঘর্ষ না হলেও পরিস্থিতি ছিল বেশ টানটান।

নবীনতর পূর্বতন

Smartwatchs