রাজশাহীতে স্কুলের সামনে ছুরি নিয়ে শিক্ষকের ওপর ছাত্রীর হামলা


 রাজশাহীতে স্কুল ফটকের সামনেই শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা চালিয়েছে প্রাক্তন এক ছাত্রী। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) স্কুল ছুটির পরে দুপুরে রাজশাহী ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

 
এ ঘটনার পরে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে হাতেনাতে আটক করেন। এ সময় ওই শিক্ষার্থী অশ্লীল ভাষায় স্কুলের শিক্ষক গালাগাল করতে থাকেন।
 
জানা গেছে, নানা অপরাধের কারণে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় ওই শিক্ষার্থীকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্কুল থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। সে ক্ষোভ থেকে আজ দুপুরে বাংলা বিভাগের শিক্ষক মারুফ কাখি স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাত করেন ওই শিক্ষার্থী।
 
ওই শিক্ষার্থী বর্তমানে রাজশাহী বিজিবি স্কুলের দশম শ্রেণিতে পড়ে। তারা বাবা রাজশাহীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টা ৪০ মিনিটে রাজশাহী ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখা ছুটি হয়ে যাওয়ার পর শিক্ষক মারুফ খাকি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি স্কুল থেকে বের হয়ে মূল ফটকের সামনে যেতেই একজন কিশোরী হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকেন। শিক্ষক মারুফ মনে করেন ওই কিশোরী মনে হয় বিপদে পড়েছে।
 

তিনি মোটরসাইকেল থেকে নেমে তার কাছে যেতেই ওই কিশোরী ব্যাগ থেকে চাকু বের করে শিক্ষক মারুফের ঘাড়ে আঘাত করে। এরপর আবারও আঘাত করতে গেলে মারুফ কোনোমতে হাত দিয়ে ঠেকান। এ সময় আশপাশে থাকা লোকজন এসে শিক্ষক মারুফকে রক্ষা করেন এবং ওই কিশোরীকে আটক করেন। গুরুতর আহত অবস্থায় শিক্ষক মারুফকে উদ্ধার করে রাজশাহীর সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে নেওয়ার পরে তার ঘাড়ে ৩টি এবং হাতে চারটি সেলাই দেওয়া হয়।
 
এদিকে আটকের পর ওই কিশোরী চিৎকার দিয়ে স্কুলের শিক্ষককে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। আটক হওয়ার পরে ওই শিক্ষার্থী জানায়, সে এখানকার প্রাক্তন শিক্ষার্থী। পরে তার অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।
 
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হোসেন জানান, এ বিষয়ে কোনো অভিযোগ না পাওয়ায় পুলিশ সেখান থেকে 
চলে আসে।
 
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান জানান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বাইরে ফটকের সামনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এ নিয়ে থানায় এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
নবীনতর পূর্বতন

Smartwatchs