জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গেলেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি। আজ শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশানে জামায়াত আমিরের বাসায় তাকে দেখতে যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, বিকেলের দিকে জামায়াত আমিরকে দেখতে আসেন মিজানুর রহমান আজহারী।
জানা গেছে, গত ১২ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরছেন। হার্টের সফল বাইপাস সার্জারির পর তিনি এখন শারীরিকভাবে ভালো আছেন বলে জানান দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
এর আগে, গত শনিবার (৯ আগস্ট) সকালে ইউনাইটেড হাসপাতালে ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি করা হয়। সফল অস্ত্রোপচারের পর তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে হাঁটাচলাও শুরু করেছিলেন।