দেশে দুর্ভিক্ষের আলামত দেখছে বিএনপি, সংকট নিরসনে নির্বাচনের দাবি

 BV LIVE NEWS 



দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে দুর্ভিক্ষের আলামত দেখছে বিএনপি। চলমান এই সংকট নিরসনে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


শুক্রবার (১১ জুলাই ২০২৫) সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এই আশঙ্কার কথা জানান। এ সময় রিজভী বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেলে দেশের সব সমস্যার সমাধান হবে। তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে মানুষ কাউকে ছেড়ে দেবে না।

নবীনতর পূর্বতন

Smartwatchs