নীলফামারীর চিলাহাটিতে গরু চোর আটক

Bv Live News



নীলফামারি জেলার চিলাহাটি গোসাইগঞ্জ ফরেস্ট এলাকা হতে অদ্য রবিবার আনুমানিক ৭.৩০ মিনিটে গোসাইগঞ্জ ফরেস্ট এলাকা হতে আজমত হোসেনের একটি গরু চুরি করে বিক্রি করার উদ্দেশ্যে রওয়ানা হয় মনির(২৩) নামে এক চোর। 

এসময় গরু নিয়ে যাওয়ার সময়ে এলাকাবাসীর সন্দেহ  হয়। তারা গরু চোরকে জিজ্ঞেস করলে সে জানায় আমার নানা এই গরুটা কিনে নিয়েছে এবং আমাকে হাটে নিয়ে যেতে বলে গরুটা বিক্রি করবে এজন্য । 

পরবর্তীতে গরুর মালিক আজমত গরু খুজতে থাকলে প্রত্যক্ষদর্শী মোঃ তফি গরুর মালিককে জানান মনির নামে ছেলেটা গরু নিয়ে বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। 

এ কথা শুনে গরুর মালিক আজমত (৫৫) গরুর সন্ধানে বের হন পার্শ্ববর্তী ভাউলাগঞ্জ বাজারের উদ্দেশ্যে। 

এসময় ভাউলাগঞ্জ বাজার ব্রিজ হতে গরু-চোরকে হাতেনাতে আটক করেন। 

পরবর্তীতে আটক চোরকে চুরি হওয়া গরু সহ সব্দিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আটকে রাখে। 

খবর পেয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হারুন তার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌছায়। 

এলাকাবাসীর উপস্থিতিতে গরু চোরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে পাঠানোর সিদ্ধান্ত হলেও পরবর্তীতে গরু মালিকের অভিযোগ না থাকায় এলাকাবাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এর সমন্বয়ে  সালিসি প্রক্রিয়ায় ভবিষ্যতে এরকম চুরির ঘটনা আর ঘটাবেনা ও ঘটলে সে দায়ী থাকিবে এই মর্মে মুচলেকা গ্রহণ করার মাধ্যমে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। 

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম জানান "গরু চোর আটক হয়েছে শুনে তড়িঘড়ি করে আমি ঘটনাস্থলে আসি এবং ঘটনার বিস্তারিত শুনে গরু মালিকের অভিযোগ না থাকার কারণে স্থানীয় মানুষদের সাথে নিয়ে মুচলেকা গ্রহণ করার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করি" 

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হারুন জানান " গরু চোর আটক হয়েছে শুনে আমরা ঘটনাস্থলে আসি এবং ঘটনার বিস্তারিত শুনে চোরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে চাইলে এলাকাবাসী স্থানীয় সালিশি বৈঠকে মুচলেকার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে"

মুচলেকা লেখক শরিফ বিল্লাহ জানান "চোর মনির এমন কাজ আর করবেনা ও ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সে দায়ী থাকিবে এই মর্মে মুচলেকা লেখা হয়েছে "
নবীনতর পূর্বতন

Smartwatchs