মোঃ শরিফ বিল্লাহ
প্রকাশক ও সম্পাদক
‘সবাই মিলে কাজ করি, কুষ্ঠ-যক্ষ্মা নির্মূল করি’–স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে সন্দেহজনক কুষ্ঠ ও যক্ষ্মা রোগী অনুসন্ধান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮শে মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদের পক্ষে কুষ্ঠ ও যক্ষ্মা রোগী অনুসন্ধান কর্মসূচির উদ্বোধন করেন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল মজিদ।
এসময় কর্মসূচির সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান।
এছাড়া স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), লেপ্রসি মিশনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, ডোমার সদর ইউনিয়নে কুষ্ঠ রোগের জীবাণু বহনকারী রোগী হিসেবে ৭ জন ও সন্দেহজনক ৫ জন রোগীর খোঁজ মিলেছে। তাদের স্বাস্থ্যসেবা প্রদান সহ গুরুতর হলে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ প্রদান করা হয়।