পঞ্চগড়ে গিয়াসউদ্দিন আত তাহেরির মাহফিলে জনস্রোত

শরিফ বিল্লাহ প্রকাশক ও সম্পাদক
পঞ্চগড় জেলার বোদা উপজেলার বগদুলঝুলা নামক এলাকায় আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে আগমন করেন ভাইরাল মাওলানা গিয়াসউদ্দিন আত তাহেরি। দীর্ঘদিন যাবত মানুষের মনের মধ্যে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটে তাহেরি মঞ্চে ওঠার মাধ্যমে। সকাল থেকেই দলে দলে নারী - পুরুষ আসতে থাকে মাহফিল প্রাঙ্গণে। পরে বাদ যোহর মাওলানা গিয়াসউদ্দিন আত তাহেরি তার হেলিকপ্টার অবতরণ করান মাহফিল প্রাঙ্গনে।
এদিকে হেলিকপ্টার দেখতেও উৎসুক জনতার ভীড় সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিলে পুলিশ,গ্রাম পুলিশ, মাহফিলের স্বেচ্ছাসেবকদের কঠোর নিরাপত্তা লক্ষ করা যায়। উৎসুক জনতার মধ্যে একজনকে জিজ্ঞেস করলে তিনি বলেন "মুই আসিনু বায় ছাওয়া লাক ধরি, ছাওয়া লা হেলিকপ্টার কুনোদিন দেখেনাই তাই আনিনু। হামার এদিক তো আর হেলিকপ্টার দেখা পাওয়া যায়না"
পড়ে বাদ জোহর মাওলানা গিয়াসউদ্দিন আত তাহেরি মঞ্চে উঠে উপস্থিত জনতার মাঝে দীর্ঘক্ষন আলোচনা পেশ করেন।
নবীনতর পূর্বতন

Smartwatchs