এবার আরেক কনটেন্ট ক্রিয়েটর আগুনের কবলে

এবার আরেক কনটেন্ট ক্রিয়েটর আগুনের কবলে
সংগৃহীত ছবি

সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করতে গিয়ে একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছেন কনটেন্ট ক্রিয়েটররা। এরই মধ্যে টিকটক ভিডিও বানাতে গিয়ে কারেন্টের তারে আগুন লেগে এক তরুণীর দগ্ধ হওয়ার খবরও পাওয়া গেছে।

দুই দিন আগে আরেক কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) আগুন নিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে সেই আগুনেই মারাত্মক দগ্ধ হয়ে এখন মৃত্যুশয্যায়। তার শরীরের অনেকাংশ পুড়ে গিয়েছে। তিনি রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। আল আমিন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার একজন কনটেন্ট ক্রিয়েটর।

 ttt

            ছবি: কনটেন্ট তৈরির সময় যেভাবে দগ্ধ হয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর আল আমিন

ADVERTISEMENT

এবার দেখা গেল আল আমিনের মতো একই অবস্থার মুখোমুখি হয়েছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর। একটুর জন্য বেঁচে গেছেন তিনি।

এখলাস উদ্দিন নামের ওই কনটেন্ট ক্রিয়েটর মোটরসাইকেলের ওপর পানির হাঁড়ি নিয়ে তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে যাচ্ছিলেন। হাঁড়ির পানি ছলকে আগুনসহ মোটরসাইকেলের সামনে পড়ে। মোটরসাইকেলের সামনের অংশে আগুন ধরে যায়।

ooo


 
তবে এখলাস আগুন নিয়ে ভিডিও বানানো বাদ দেননি। এই ঘটনার পরেও তিনি একাধিক ভিডিও বানিয়েছেন। যেসবে পানি ও পেট্রলের ব্যবহার দেখা গেছে।

নবীনতর পূর্বতন

Smartwatchs