
রাসুল হযরত মুহাম্মদ (সা.) নির্বাচনে ‘বাড়ির কাছের’ প্রার্থীকে ভোট দিতে বলেছিলেন বলে মন্তব্য করেছেন নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু। সম্প্রতি উপজেলায় ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে ভোট চাইতে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ নভেম্বর সারাদেশের ২৩৭টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও এ নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনটি স্থগিত রাখা হয়। ওই সময় গুঞ্জন ছিল, আসনটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সমঝোতা হতে পারে। এ আসন থেকে এনসিপির মনোনয়ন নিয়েছেন, জেলা শাখার যুগ্ম সদস্যসচিব রাশেদুজ্জামান রাশেদ। তবে এখনও কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।
৩৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে রেয়াজুল ইসলাম কালুকে বলতে শোনা যায়, ‘তুহিন ভাইকে আপনারা নির্বাচিত...। একটা হাদিসের কথা বললাম না? আল্লাহর রাসুলকে (সা.) জিজ্ঞাসা করেছে তার সাহাবা, হে রাসুল, আমার এলাকায় ভোট চলছে, কাকে ভোট দিব আমি? তখন নাকি দেখে দেখে ভোট হত। তখন (রাসুল সা.) বলেছে যে, তোমার বাড়ির কাছে কে? (উত্তর) অমুক। (রাসুল বলেন) তো ওকে দাও। (সাহাবী) বলছে যে—না হুজুর, সে তো বেদীন। (রাসুল) বলছে, না, হক আগে। আগে হকদারকে দাও।’
রেয়াজুল ইসলাম কালু দাবি করেন, ‘এটা আমার কথা না, আল্লাহর রাসুলের কথা। আমি মাওলানার কাছে শুনেছি এটা, আমার নিজের মনগড়া না। কথা হচ্ছে, আপনাদেরকে এগুলা জিনিস বুঝতে হবে। হকদারের হকটা আগে পূরণ করতে হবে।’
দলের একটি সূত্র জানিয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওর বক্তব্যটি রেয়াজুল ইসলাম কালুরই। তবে এ বিষয়ে ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।