নকল ওষুধ বিক্রি: লাজফার্মাকে দুই লাখ টাকা জরিমানা

 নকল ওষুধ বিক্রি: লাজফার্মাকে দুই লাখ টাকা জরিমানা

নকল ওষুধ বিক্রি: লাজফার্মাকে দুই লাখ টাকা জরিমানা (সংগৃহীত ছবি)

টাঙ্গাইল শহরে জার্মানির তৈরি বলে নকল ওষুধ বিক্রি করার অভিযোগে লাজফার্মাকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল রোববার (৩০ নভেম্বর) বিকেলে শহরের আকুরটাকুর পাড়া এলাকায় অভিযান চালিয়ে অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল এ জরিমানা আরোপ করেন।

ভোক্তা অধিদপ্তর জানায়, স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে লাজফার্মায় নকল ওষুধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই ওই রাতেই অভিযান চালিয়ে সন্দেহজনক বেশ কিছু ওষুধ জব্দ করা হয়। পরে তদন্ত ও পরীক্ষায় ওষুধগুলো নকল প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয় হওয়ায় নকল ওষুধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে ওষুধ জব্দ করা হয়েছে এবং পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ADVERTISEMENT

অন্য দিকে লাজফার্মার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সাপ্লায়ার প্রতিনিধি প্রতারণা করেছে এবং ভুলবশত নকল ওষুধ দোকানে এসেছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- স্যানিটারি ইন্সপেক্টর শাহিদা আক্তার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।

নবীনতর পূর্বতন

Smartwatchs