
বন্ধুদের সাথে কক্সবাজার ভ্রমনে গিয়ে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন ফরহাদ হোসেন সৌরভ (২১) নামের এক এক যুবক।
নিহত সৌরভ সিলেট নগরীর দক্ষিণ সুরমার মনিপুর এলাকার মোহাম্মদ মতিউর রহমানের ছেলে ও এমসি কলেজ প্রথম বর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে কক্সবাজারের কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৭ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সৌরভের বন্ধু আবিরের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে সৌরভসহ পাঁচ বন্ধু সিলেট থেকে কক্সবাজার ভ্রমণে এসে ওয়ার্ল্ড বিচ হোটেলে উঠেন। রাতে সৌরভকে কক্ষে রেখে চার বন্ধু বাইরে যায়। কিছুক্ষণ পর সৌরভের প্রেমিকা শিপু ফোন দিয়ে জানায়, চুমু না দেওয়ায় অভিমান করে সৌরভ তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করে। বিষয়টি শুনে হোটেলে ফিরে দরজা ভেঙে কক্ষে প্রবেশের পর ফলায় ফাঁস লাগানো অবস্থায় সৌরভকে ঝুলে থাকতে দেখতে পায়। সেখান থেকে সৌরভকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে, জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পুলিশ জানায়, ঘটনার পর চার বন্ধুকেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ‘বার্তা বাজার’কে বলেন, সৌরভের বন্ধুদের দাবী, গত দুই দিন ধরে সৌরভ ও তার প্রেমিকা শিপুর মধ্যে অভিমান চলছিলো। কথাকাটাকাটির এক পর্যায়ে ভিডিও কলের মধ্যেই সৌরভ আত্মহত্যা করে। তবে ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।