প্রতারণার নতুন কৌশল: নিজেকে সেনা সদস্য ও নারী সাজিয়ে ১৭ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাবের হাতে আটক প্রতারক

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, অনলাইন প্রতারণাসহ মারাত্মক সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও অনলাইন জুয়া ও অনলাইনে বিভিন্ন ধরণের প্রতারণা প্রতিরোধে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে।

সম্প্রতি, এমনই এক অভিনব প্রতারণা চক্রের মূল হোতা মোঃ নাজমুল হাসান জিম (২৪) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। সামরিক বাহিনীর সৈনিক পরিচয় দিয়ে এবং নিজেকে নারী সাজিয়ে তিনি এক ব্যক্তির কাছ থেকে ১৭ লক্ষ ২৬ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন।

প্রতারণার আদ্যোপান্ত:

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, ধৃত আসামি ও তার সহযোগীরা সেনাবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে বাদীর সাথে রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার ক্রয়ের প্রস্তাব দেয়। তারা জানায়, তাদের দুটি শেয়ার কেনা আছে, যার মধ্যে একটি মহিলা সৈনিকের। ওই মহিলা সৈনিকের কিছু টাকা বাকি থাকায় বাদীর কাছ থেকে শেয়ার বিক্রির প্রতিশ্রুতিতে টাকা চায়। এছাড়াও, আসামিগণ বিভিন্ন সময় অনলাইন ভিডিও কলের মাধ্যমে সামরিক বাহিনীর ইউনিফর্ম পরিধান করে বাদীর সাথে কথা বলে বিশ্বস্ততা অর্জন করে এবং তাকে অল্প টাকায় একটি শেয়ার কেনার প্রলোভন দেখায়।

আসামিরা নিজেদের সামরিক বাহিনীর সদস্য পরিচয় দেওয়ায় বাদী সরল বিশ্বাসে জমির একটি শেয়ার কেনার উদ্দেশ্যে পর্যায়ক্রমে মোট ১৭ লক্ষ ২৬ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে টাকা পাঠানোর পর বিবাদীগণ শেয়ার দেওয়ার কথা বলে কালক্ষেপণ করতে থাকে এবং অতিরিক্ত আরও ৫ লক্ষ টাকা দাবি করলে বাদীর সন্দেহ হয়। একপর্যায়ে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে বাদী জানতে পারেন যে, তারা একটি প্রতারণা চক্রের সদস্য এবং কোনো বাহিনীতে চাকরি করেন না। পরবর্তীতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় বাদী একটি প্রতারণা মামলা দায়ের করেন।

র‍্যাবের অভিযান ও গ্রেফতার:

এই মামলার প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১২/১১/২০২৫ তারিখে রাত ০১:৩০ ঘটিকার সময় রংপুর জেলার পীরগাছা থানাধীন অভিরাম গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সামরিক বাহিনীর পরিচয়ে প্রতারণা মামলার প্রধান আসামি মোঃ নাজমুল হাসান জিম (২৪), পিতা মোঃ সাজ্জাদ হোসেন ওরফে জাহিদুল ইসলাম, সাং- অভিরাম (নামা দোলা), থানা- পীরগাছা, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য:

প্রাথমিকভাবে জানা যায়, আসামি মোঃ নাজমুল হাসান জিম বিভিন্ন সময়ে নিজেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন। সে নিজেকে মাঝে মাঝে নারী সেনা সদস্য হিসেবেও পরিচয় দিতো এবং নারীর বেশ ধারণ করে ও নারীর কণ্ঠে কথা বলে ভিডিও কলের মাধ্যমে প্রতারণা করতো। এমনকি, নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়েও টাকা আদায় করতো বলে জানা গেছে।

উদ্ধারকৃত আলামত:

ধৃত আসামি মোঃ নাজমুল হাসান জিম এর হেফাজত হতে নিম্নলিখিত আলামতসমূহ উদ্ধার করা হয়েছে:

  • সেনাবাহিনীর ইউনিফর্ম: কম্ব্যাট ড্রেস ০১ টি, কম্ব্যাট গেঞ্জি ০১ টি, ফিল্ডক্যাপ ০১ টি, টাওয়াল ০১ টি, ট্রাউজার ০১ টি।
  • নৌবাহিনীর ইউনিফর্ম: ৩ নং সাদা ড্রেস ০১ টি, কম্ব্যাট গেঞ্জি ০২ টি, নেভি জার্সিক্যাপ ০১ টি, টাওয়াল ০১ টি।
  • বিভিন্ন বাহিনীর বিভিন্ন কালারের ক্যান্টিন গেঞ্জি ১৫ টি এবং ভুয়া এনআইডি কার্ড ০৯ টি।
  • বাটন মোবাইল ০৫ টি, স্মার্ট মোবাইল ০১ টি।
  • মেয়েদের পরচুলা ০১ গোছা এবং মেকআপ সেট।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, এই ধরনের চক্রের বিরুদ্ধে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নবীনতর পূর্বতন

Smartwatchs