আশ্বাস এবং ওয়াদা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করা হবে : জামায়াত আমির

 ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

Clickable Image

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি আশ্বাসের রাজনীতিতে বিশ্বাস করেন না, বরং কাজের মাধ্যমে প্রমাণিত রাজনীতিতে আস্থা রাখেন। তিনি রোববার (৩০ নভেম্বর) দুপুরে ‘প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আশ্বাস এবং ওয়াদা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করা হবে। বাংলায় একটা কথা আছে—গাছ তোমার পরিচয় কী? গাছ বলছে, আমার পরিচয় জানো আমার ফলের মাধ্যমে। আমাদের এখন ফল দরকার, সেই ফসলের জন্য সবাইকে মিলে কাজ করতে হবে।”

তিনি দেশের মানুষকে ভালো উল্লেখ করে বলেন, “খারাপ রাজনীতিবিদদের কারণে দেশে অনেক কিছুই হয় না। কিন্তু আমরা মূল ধরে টান দেব।”

শিক্ষা ব্যবস্থা নিয়ে মন্তব্য করে জামায়াতের আমির বলেন, “দেশে মানসম্মত শিক্ষাব্যবস্থা নেই। মা-বাবা নয়, শিক্ষকই নির্ধারণ করবে সন্তান কী শেখবে। আমাদের লক্ষ্য, সব শিশুকে বোঝা নয়, সম্পদ হিসেবে গড়ে তোলা।”

এছাড়া তিনি যোগ করেন, “জাস্টিস এখন পয়সা দিয়ে কিনতে হয়। আমাদের এটি পরিবর্তন করতে হবে। সরকারে গেলে কোনো দাবি নিয়ে দপ্তরে ধরনা দিতে হবে না, আন্দোলন করতে হবে না। সরকার তার দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।”

ডা. শফিকুর রহমান আরও জানান, সরকারে না গেলেও জামায়াতের উদ্যোগে ১০০ ক্লিনিকে সোলার প্যানেল স্থাপন করা হবে।


নবীনতর পূর্বতন

Smartwatchs