পল্টন মোড়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

 Image description

রাজধানীর পুরানা পল্টন মোড়ে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ ইসলামী দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীরা পল্টন মোড়ে জড়ো হতে শুরু করেছেন। পাঁচ দফা দাবিতে আন্দোলনরত এই দলগুলো ইতোমধ্যে সমাবেশের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বক্তব্য রাখবেন।

 
নবীনতর পূর্বতন

Smartwatchs