ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের (ডাকসু) হল সংসদে একমাত্র প্যানেল দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল; যেখানে শামসুন নাহার হল সংসদ প্যানেলে এজিএস পদে স্থান পেয়েছেন গত ৯ আগস্ট ঢাবি শাখা ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার হওয়া নেত্রী নীতু রানী সাহা। অভিযোগ, শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের উপ-গণযোগাযোগ সম্পাদক ছিলেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ‘তথ্য গোপন করার’র অভিযোগ এনে তাকে ওই বহিষ্কারাদেশ দেয়া হয়। যদিও ছাত্রদলের পক্ষ থেকে পুনর্বহালের ব্যাখ্যা ছাড়াই তিনি দলটির পক্ষে হল সংসদের প্যানেলে ঠাঁই পেয়েছেন।
বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে রাজি হননি নীতু রানী। দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিবেদকের দেওয়া ক্ষুদেবার্তার জবাবে শুধু বলেন, দলীয় প্যানেল থেকেই লড়ছেন তিনি। দল থেকে অব্যাহতি পাওয়ার পরও কীভাবে দলীয় প্যানেলে লড়ছেন— এ বিষয়ে জানতে চাইলে মন্তব্য না করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
জানা গেছে, চলতি মাসের ৮ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদল। এরপরই কমিটিতে থাকা নিতু রানী সাহাসহ বেশ কিছু পদধারীর নেতার বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে ৯ আগস্ট নিতু রানী সাহাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। পরে ‘তথ্য গোপনের অভিযোগে’ সাংগঠনিক পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে দলীয় প্যাডে উল্লেখ করা হয়।
এদিকে ওই বহিষ্কারের দুই সপ্তাহ হল সংসদে প্রার্থী ঘোষণা করে ছাত্রদল; যেখানে শামসুন নাহার হল সংসদে সহ সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ সাধারণ সম্পাদক (এজিএস), সাংস্কৃতিক সম্পাদক, পাঠকক্ষ সম্পাদক ও একজন সদস্য নিয়ে ৬ জনের একটি প্যানেল ঘোষণা করে ছাত্রদল। এখানেই এজিএস পদে ছাত্রদলের হয়ে নির্বাচন করছেন নিতু রানী সাহা। যদিও নিতু রানীকে দলীয় পদে পুনর্বহাল সংক্রান্ত কোনো চিঠি এখনও পর্যন্ত কোনো চিঠি ছাত্রদল ইস্যু করেনি। ছাত্রদলের ফেসবুক পেজে শামসুন নাহার হল সংসদে ছাত্রদল প্যানেলের ৬ সদস্যের একটি ফেস্টুন শেয়ার করা হয়েছে। সেখানে এজিএস পদে নিতু রানী সাহার ছবি ও পদবি ব্যবহার করা হয়েছে।

নীতু রানী সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ইতিহাস বিভাগের ও শামসুন নাহার হলের আবাসিক শিক্ষার্থী। ছাত্রদলের প্যানেল থেকে এজিএস পদে লড়বেন বলে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন তিনি। তবে ছাত্রদল থেকে অব্যাহতি হওয়ায় কীভাবে এই দলের প্যানেল থেকে নির্বাচন করবেন, জানতে চাইলে কোনো উত্তর দিতে রাজি হননি এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলার পরামর্শ দেন তিনি।
এ বিষয়ে জানতে ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।