ছাত্রদল থেকে পদত্যাগ করে ইসলামী ছাত্রশিবিরের সাথে কাজ করার ঘোষণা

BV LIVE NEWS 

ইসলামী ছাত্রশিবিরের শৃংখলা,জনশক্তির জন্য সুনির্দিষ্ট ধর্মীয় ও বিজ্ঞানভিত্তিক সিলেবাস,পারস্পরিক শ্রদ্ধাবোধ,ভ্রাতৃত্ব ও ভালোবাসা,আদেশ ও আনুগত্যের ভারসাম্য,দেশের সমস্থ জনহিতকর আন্দোলনে সম্মুখভাগে নেতৃত্বদান ও দেশপ্রেম ইত্যাদি ইতিবাচক

 গুণাবলির প্রতি আকৃষ্ট হয়ে নেত্রকোনায় ছাত্রদল থেকে পদত্যাগ করে ইসলামী ছাত্রশিবিরের সাথে কাজ করার ঘোষণা দিলেন শেখ রাফসান রাব্বি নামে এক ছাত্রদল নেতা। 

মঙ্গলবার তার ব্যবহৃত ফেসবুক আইডি হতে এ ঘোষণা দেন। 

তার দেয়া ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

 বরাবর

সভাপতি 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

খালিয়াজুড়ি উপজেলা,

নেত্রকোনা ।

বিষয়ঃ পদত্যাগপত্র গ্রহণ প্রসঙ্গে।

জনাব,

যথাযথ সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী শেখ রাফসান রাব্বি ১নং মেন্দিপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দায়িত্বরত আছি।

আমার দীর্ঘদিনের রাজনৈতিক অধ্যয়নে আমি এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে একজন মোসলমান তথা সকল বিবেকসম্পন্ন মানুষের মাঝে কোন সুনির্দিষ্ট ব্যাক্তির পরিবর্তে রাসূল(সা) এর জীবনাদর্শে অনুসরণ করাটা হচ্ছে অধিকতর উত্তম।

কোন নির্দিষ্ট ব্যাক্তি,পরিবার ও দুনিয়াবি ধর্মনিরপেক্ষ রাজনীতির বিপরীতে গিয়ে সকল পর্যায়ে আল্লাহর দাসত্ব মেনে নিয়ে রাজনৈতিক রুটিন ওয়ার্ক আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে।

আমি আরো অধ্যয়ন করেছি যে,আল্লাহর এই জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যে লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি গ্রহন করেছে মূলত তাতেই নিহিত রয়েছে ইহজাগতিক শান্তি ও পরকালীন মুক্তি।সংগঠনটির শৃংখলা,জনশক্তির জন্য সুনির্দিষ্ট ধর্মীয় ও বিজ্ঞানভিত্তিক সিলেবাস,পারস্পরিক শ্রদ্ধাবোধ,ভ্রাতৃত্ব ও ভালোবাসা,আদেশ ও আনুগত্যের ভারসাম্য,দেশের সমস্থ জনহিতকর আন্দোলনে সম্মুখভাগে নেতৃত্বদান ও দেশপ্রেম ইত্যাদি ইতিবাচক গুণাবলি আমাকে বিশেষভাবে দলটির প্রতি আগ্রহী করে তুলেছে।

এমতাবস্থায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরে যোগদান পূর্বক আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১নং মেন্দিপুর ইউনিয়নের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করলাম।

জাতীয়তাবাদী ছাত্রদলে আমার এ দীর্ঘ পথচলায় শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।আপনাদের দোয়ায় আমাকে শামিল রাখবেন।

অতএব, সভাপতির সমীপে প্রার্থনা আমার পদত্যাগপত্র গ্রহণ পূর্বক বর্তমান পদ থেকে অব্যাহতি দিয়ে বাধিত করবেন।

বিনীত নিবেদক

(শেখ রাফসান রাব্বি )

১নং মেন্দিপুর ইউনিয়ন ছাত্রদল

শাখা, খালিয়াজুড়ি, নেত্রকোনা 

তারিখঃ ০৮/০৭/২৫

নবীনতর পূর্বতন

Smartwatchs