আওয়ামী লীগ কর্মীদের ‘প্রশিক্ষণ’ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা


 বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মীদের ‘প্রশিক্ষণ’ দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তা মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

ব্রিগেডিয়ার নাজিম-উদ-দৌলা বলেন, ‘মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে। যদিও বিষয়টি তদন্তাধীন, তবে সেনাবাহিনী প্রাথমিকভাবে তাকে হেফাজতে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করছে।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে খবর আসে—মেজর সাদিক নামের এক সেনা কর্মকর্তা আওয়ামী লীগ কর্মীদের ‘প্রশিক্ষণ’ দিচ্ছেন। তা নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়। এ প্রেক্ষিতেই সেনাবাহিনী বিষয়টি আমলে নেয়।

নবীনতর পূর্বতন

Smartwatchs