কিডনি দানে জীবন বাঁচল স্বামীর, প্রশংসায় ভাসছেন স্ত্রী

BV LIVE NEWS 


যশোরের শার্শা উপজেলার বাগআচড়া এলাকার ব্যবসায়ী এবং শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস বিশ্বাস (৫০) দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। চিকিৎসকদের মতে, জীবন রক্ষার একমাত্র উপায় ছিল কিডনি প্রতিস্থাপন। এই সংকটময় সময়ে স্বামীর প্রাণ বাঁচাতে নিজের একটি কিডনি দান করেন স্ত্রী ফারজানা বেগম (৩০)। স্বামীর প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তিনি।
   

জানা গেছে, কুদ্দুস বিশ্বাসের  সকল প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষায় পর উন্নত চিকিৎসার জন্য তাকে তুর্কিস্তানে পাঠানো হয়। সেখানকার একটি বিশেষায়িত হাসপাতালে সফলভাবে তার কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে, শুক্রবার (২০ জুন) বিকেল ৪টায় হেলিকপ্টারে করে নিজ এলাকায় ফিরে আসেন তিনি। 

এ সময় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় লাইন করে দাঁড়িয়ে থাকেন। ফুল, মিষ্টি, ব্যানার আর শুভেচ্ছা বার্তায় বরণ করে নেন এলাকার এই পরিচিত মুখকে।  


স্বামী কুদ্দুস বিশ্বাস বলেন, আমার স্ত্রীর সার্বিক সহযোগিতায় এবং আল্লাহর অশেষ কৃপায় আমি নতুন জীবন ফিরে পেয়েছি। তিনি আমাকে কতটা ভালোবাসেন, তা নিজের কিডনি দান করে প্রমাণ করেছেন। তার এই ভালোবাসা আমাকে আজীবনের জন্য ঋণী করে দিয়েছে।

স্ত্রী ফারজানা বেগম বলেন, স্বামী-স্ত্রীর ভালোবাসা ইসলামী শরিয়ত অনুমোদিত একটি পবিত্র সম্পর্ক। সেই সম্পর্কের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা থেকেই আমি স্বামীকে কিডনি উপহার দিয়েছি। আমার স্বামী আমার মাধ্যমে নতুন জীবন ফিরে পেয়েছেন। আমি খুবই আনন্দিত। 

এ বিষয়ে শার্শার সাবেক সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেন, এই ঘটনা শুধু চিকিৎসার সাফল্য নয়, এটা ভালোবাসা, আত্মত্যাগ আর মানবিকতার দৃষ্টান্ত। ফারজানা ভাবী শুধু একজন স্ত্রী নন, একজন সাহসী নারীও।

নবীনতর পূর্বতন

Smartwatchs