‘খামেনিকে আর বাঁচতে দেওয়া যায় না’

 BV LIVE NEWS 

  ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ © সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না। আজ বৃহস্পতিবার (১৯ জুন) তেল আবিবের কাছে হোলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দেশটির স্থানীয় গণমাধ্যম এবং এএফপি এ তথ্য জানিয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত সোকোরা হাসপাতাল পরিদর্শন করেন তিনি। তেল আভিভের কাছে হলোনে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘খামেনি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে, তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান, তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালগুলোয় গুলি চালানোর নির্দেশ দেন।’

দেশটির প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসকে একটি লক্ষ্য। এ ধরনের ব্যক্তির অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না।

এর আগে সর্বশেষ গত বুধবার রাতভর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেছে ইরান। আর ইসরায়েল তেহরান ও এর আশেপাশের এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। এদিকে, ওয়াশিংটনভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধের সপ্তম দিন পর্যন্ত ইরানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, তারা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতদের মধ্যে ২৬৩ জনকে বেসামরিক নাগরিক ও ১৫৪ জনকে নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করেছে।

নবীনতর পূর্বতন

Smartwatchs