ছাত্রশিবির চিলাহাটি সাংগঠনিক থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে


BV LIVE NEWS 

 "একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে" স্লোগানকে সামনে রেখে ,

মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে নীলফামারী জেলার ডোমার উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চিলাহাটি সাংগঠনিক থানা শাখা।

জানা যায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে ইসলামী ছাত্রশিবির চিলাহাটি সাংগঠনিক থানা শাখা। 

এসময় উপস্থিত ছিলেন শাখা শিবিরের সভাপতি মোঃ মাসুদ রানা।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চিলাহাটি সাংগঠনিক থানা শাখা বরাবরই ছাত্রবান্ধব বিভিন্ন কর্মসূচির পাশাপাশি পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। 

আগামীতেও দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চিলাহাটি সাংগঠনিক শাখা ব্যাপক ভূমিকা রাখতে ইচ্ছুক।

নবীনতর পূর্বতন

Smartwatchs