Bv Live News
নীলফামারি জেলার ডোমার উপজেলার চিলাহাটি ভোগডাবুরী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া গ্রামে ছেলের ছুরিকাঘাতে সাবুল নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে।
১৩ তারিখ বুধবার মাগরিব এর নামাজের পরে, জমি থেকে কাটা ধান রাখার যায়গা নির্ধারন নিয়ে বাবা ও ছেলের মধ্যে বাকবিতন্ডা হয়।
একপর্যায়ে ছেলে সিদ্দিক (৩০)নিজ ঘর হতে ধারালো অস্ত্র বের করে পিতা সাবুল ইসলামের শরীরে আঘাত করে। এতে তার দুই হাত ও শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়।
রবিউল ইসলাম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ছেলে সিদ্দিক তার পিতা সাবুলকে কোপ মেরে পালিয়ে যায়।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আসামী গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।