নীলফামারিতে ব্যাংক থেকে বের হতেই ছিনতাই, শোকে বৃদ্ধার মৃত্যু

 Bv Live News 



নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদ্রঋণের ২৫ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে বের হতেই ছিনতাইকারীর কবলে পড়েছেন আশরাফ হোসেন (৬৪) নামে এক বৃদ্ধ। টাকা হারানোর শোকে হার্ট অ্যাটাকে সঙ্গে সঙ্গে মারা গেছেন তিনি। 

সোমবার  (২১ অক্টোবর) দুপুরে সৈয়দপুর শহরের শহীদ তুলসীরাম সড়কে এ ঘটনা ঘটে। আশরাফ হোসেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামের বাসিন্দা।

স্থানীয় বলছেন, সম্প্রতি সৈয়দপুরে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। গত দেড় মাসে শুধু ব্যস্ততম শহীদ তুলসীরাম সড়কেই অন্তত পাঁচটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই সময়ে গোটা সৈয়দপুরে অন্তত ১৮টি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ছিনতাইয়ের শিকার হয়ে মারা যাওয়া আশরাফ হোসেনের ছেলে নাজমুল হোসেন ঢাকা পোস্টকে জানান, তার বৃদ্ধ মা–বাবা ব্যাংকে ক্ষুদ্রঋণ নিয়েছেন। আজ (সোমবার) দুপুরে তুলসীরাম সড়কে অবস্থিত ইসলামী ব্যাংক থেকে সেই ঋণের ২৫ হাজার টাকা নিয়ে দুজন ব্যাংক থেকে বের হন। ব্যাংকের ফটকের কাছেই ছিনতাইকারী চক্রটি ‘বৃদ্ধদের শাড়ি লুঙ্গি দিচ্ছে’ বলে তাদের দুজনকে ভ্যানে পাশের একটি গলিতে নিয়ে যান। সেখানে ভ্যানের ভাড়া দেওয়ার জন্য তার মাকে টাকা বের করতে বলেন। তিনি টাকা বের করার সময় কৌশলে ঋণের ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যান। এ ঘটনায় তার বৃদ্ধ বাবা সেখানেই অচেতন হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা জানান, হাসপাতালে নেওয়ার পথেই ওই ব্যক্তির মৃত্যু হয়। মূলত শোকে তার হার্ট অ্যাটাক হয়েছে।

নবীনতর পূর্বতন

Smartwatchs