ডোমারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

 শরিফ বিল্লাহ 

Bv live News (Staff)



নীলফামারি জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে নিজ বাসা থেকে অদূরে বাশ বাগান সংলগ্ন আম গাছে গলায় ফাঁস দেয়া অবস্থায় জোবায়ের (২১) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পরিবারের লোকজন। 

পারিবারিক সূত্রে জনা যায় গতরাত আনুমানিক ১০ টার দিকে রাতের খাওয়া শেষে কোনকিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় জুবায়ের। এরপর বাসার লোকজন খুজতে থাকে সে কোথায় সে গেছে। 

তার বাবা মোক্তারুল জানান, ছেলেটাকে খুজতে আমি পার্শ্ববর্তী বাশ বাগানের দিকে গেলে আমি দুজন ছেলের কাছে জানতে পারি ছেলের লাশ ঝুলে আছে আমগাছে। আমি তাৎক্ষণিক দৌড়ে গিয়ে দেখি ঝুলন্ত মরদেহটা আমার ছেলে জোবায়ের এর । 

এরপরে সেখান থেকে লাশ নামিয়ে বাসায় নিয়ে আসে তারা। 

ঘটনাস্থলে খবর পেয়ে দ্রুত ডোমার থানা চিলাহাটি তদন্ত কেন্দ্রের পুলিশ পৌঁছে যায় । 

লাশের সুরতহাল শেষে লাশ পোস্ট মর্টেম করতে নিয়ে যায়। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান "খবর পেয়ে আমার চিলাহাটি তদন্ত কেন্দ্রের আইসি মশিউরকে অন্যান্য সদস্য সহ ঘটনাস্থলে পাঠিয়েছি, লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে

এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছেনা ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

নবীনতর পূর্বতন

Smartwatchs