ডোমারে হেরোইনসহ ১ মাদক কারবারি আটক

মোঃ শরিফ বিল্লাহ প্রকাশক ও সম্পাদক
নীলফামারী জেলার ডোমারে হেরোইন বিক্রি করার সময় সোহেল (২৩) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে ডোমার থানা পুলিশ। ঙ্গতকাল ২৯ মে বুধবার রাত ৮টার দিকে ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বাজারস্থ উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভিতর থেকে ২ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। আটক সোহেল ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ সাফিরপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন আলী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় রাত ৮টার দিকে মির্জাগঞ্জ হাট সংলগ্ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভিতর থেকে হেরোইন বিক্রয়ের সময় সোহেলকে দুই গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার সোহেলকে আদালতে পাঠানো হয়েছে।
নবীনতর পূর্বতন

Smartwatchs