মোঃ শরিফ বিল্লাহ
প্রকাশক ও সম্পাদক

নিলফামারী জেলার চিলাহাটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) মেয়াদের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ১৮ মে (শনিবার) চিলাহাটি ডাক-বাংলো হলরুমে সকাল ১০টা থেকে ১২ ঘটিকা মধ্যকার অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনের মাধ্যমে সভাপতি মোঃ মাহবুবুল আলম ওহাবুল (দৈনিক আলোকিত সকাল) সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক, কাজল (দৈনিক খবর পত্র) ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক মোঃ ইফতেখাইরুল হক টিটুকে প্রিজাইডিং অফিসার মোঃ রাজিউর রহমান, রাজু প্রভাষক-চিলাহাটি সরকারি কলেজ ও সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ কাদিমুল ইসলাম, প্রিন্স- সহকারী শিক্ষক চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়। ব্যালোট ভোটের মাধ্যমে ভোট কার্যক্রম সম্পন্ন করে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন- চিলাহাটি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আহসানুল কবির, জুয়েল বসুনিয়া, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মশিউর রহমান, চিলাহাটি নাগরিক কমিটির সভাপতি মোঃ মোহাব্বত হোসেন, বাবু, সমাজ সেবক মোঃ লতিফুল খাবীর প্রধান, লাবু?ও স্থানীয় সুধীজনদের মধ্যে মোঃ মোস্তাফিজুর রহমান, সুজন মোঃ মামুন। ফলাফল পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি/সাধারণ সম্পাদক সকলের উপস্থিতিতে মত বিনিময়ে- মতপ্রকাশ করেন যে চিলাহাটি প্রেসক্লাবের পুর্নাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠনে সকল সদস্যদের সঙ্গে কথা বার্তা বলে একটি কার্যকর কমিটি গঠিত করা হবে। পরিশেষে নির্বাচন পরিচালনায় সকল সহযোগি ও অংশগ্রহণকারীদের চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মশিউর রহমান সাহেব ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠিতব্য কার্য দিবসের সমাপ্ত ঘোষণা করেন।