মোঃ শরীফ বিল্লাহ
প্রকাশক ও সম্পাদক
দৈনিক দৈনিক আমার কথা ব্লগ
নীলফামারী জেলার ডোমারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে হৃদয়ে স্বাধীনতা চত্বরে মহান বিজয় দিবসের সুচনা লগ্নে একত্রিশ ত্রোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি শুরু হয়।
এর পর সূর্যোদয়ের সাথে সাথেই হৃদয়ে স্বাধীনতা চত্বরে প্রথমে পুষ্পমাল্য দিয়ে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন স্তরের মানুষ। পরে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দিবসকে ঘিড়ে কুচকাওয়াজ, ডিসপ্লে, খেলাধুলার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।