সাংবাদিক নাদিম হত্যার অভিযুক্ত বাবু চেয়ারম্যান পঞ্চগড় থেকে আটক

শরিফ বিল্লাহ ডোমার উপজেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১৭ জুন) সকাল ৭টার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, পিপিএম। পুলিশ সুপার বলেন, শনিবার সকাল ৭টার দিকে তাকে আটক করে পুলিশ নিয়ে গেছে। তার বাড়ি তো জামালপুর, এখানে তিনি এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
নবীনতর পূর্বতন

Smartwatchs